রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অলিকের গল্পে এটিএম লাভলু ও অপূর্ব

শোবিজ প্রতিবেদক

অলিকের গল্পে এটিএম লাভলু ও অপূর্ব

‘আমাদের বর্তমান সময়ের ধারাবাহিক নাটকগুলোতে পারিবারিক সম্পর্কের বন্ধন একেবারেই খুঁজে পাওয়া যায় না বলেই চলে। আবার নাটকে পড়ালেখা বা শিক্ষার বিষয়টা একেবারেই তুলে আনা হয় না বললেই চলে। বিনোদনের মাধ্যমে শিক্ষাকে এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি আমি।’ ‘জায়গির মাস্টার’ দীর্ঘ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ প্রসঙ্গে এমনই বললেন এস এ হক অলিক। নাটকটিতে প্রধান তিন জায়গীর মাস্টারের ভূমিকায় অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, সালাহ উদ্দিন লাভলু ও অপূর্ব। এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘অলিকের মধ্যে সবসময়ই ভালোকিছু সৃষ্টির নেশা আমি দেখেছি। তাই এই কাজটি করা।’ লাভলু বলেন, ‘অনেক নির্মাতাকে দেখেছি কোনো রকম পরিকল্পনা ছাড়াই নাটক নির্মাণ করেন। এই দিক থেকে নাটকটি একটু ভিন্ন।’

‘জায়গীর মাস্টার’ ধারাবাহিকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯.৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে। গত শনিবার ৬২ পর্ব প্রচার শেষ হয়েছে।

সর্বশেষ খবর