মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঈশিতার ‘ভালো থেকো ফুল’

শোবিজ প্রতিবেদক

ঈশিতার ‘ভালো থেকো ফুল’

ইংরেজি গল্প ‘দ্য হসপিটাল উইন্ডো’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা ফরহাদ শাহী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালো থেকো ফুল’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। বিপরীতে রয়েছেন মীর রাব্বি। চলতি বছরের যে কোনো সময় ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। ‘ভালো থেকো ফুল’-এ দেখা যাবে অর্ণব মাইশাকে নিজের রাজ্যে নিজের মতো করে গল্প বুনতে শিখিয়েছিল, শিখিয়েছিল কীভাবে পৃথিবীর ছোট ছোট সুন্দর জিনিসকে সুন্দর করে দেখতে হয়। তাসনিমুল তাজের চিত্রনাট্যে ছবিটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন কে এম কনক। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমা হাব (ইতালি) ও চিলেকোঠা ফিল্মস (বাংলাদেশ)। সিনেমার পুরো শুটিং বাংলাদেশেই সম্পন্ন হয়েছে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভেলে ছবিটি ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ জয় করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর