এবার খালি মাঠে গোল দিতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক কিং শাকিব খান। অন্যদিকে নিজের সঙ্গে নিজেই লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। মানে আসন্ন ঈদে বড় পর্দায় নিজের মুখোমুখি হবেন তিনি নিজেই। সব ঈদেই শাকিব খানের একাধিক ছবি মুুক্তি পায়। সেই সঙ্গে অন্য তারকার ছবিও থাকে। তবে এবার হবে ব্যতিক্রম। তিনটি ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এগুলো হচ্ছে শাকিবের দুটি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ এবং তারিক আনাম খানের ‘আবার বসন্ত’। তারিক আনাম খানের ছবিটি অবশ্য ভিন্নধারার গল্পের। বাবা-মেয়ের মজার সম্পর্ক নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ছবিটি। সাধারণত বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি বলতে যা বোঝায় এই ছবিটি তার চেয়ে একটু ব্যতিক্রম। ফলে তারিক আনাম খানের সঙ্গে ঈদে বড় পর্দায় শাকিবের লড়াইয়ের প্রশ্নই আসে না। তাহলে ধরে নেওয়া যায় শাকিব নিজেই এবারের ঈদে নিজের সঙ্গে লড়াই করবেন। যদিও শাকিব খান চাচ্ছেন না এই ঈদে তার নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছাড়া তার অন্য কোনো ছবি মুক্তি পাক। শাকিব খান বলেন, ‘দেশে এমনিতেই সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে বড় মাপের ছবি চালানোর জন্য একশত সিনেমা হল পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমার বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ‘পাসওয়ার্ড’ ছবিটি যদি শতাধিক সিনেমা হলে মুক্তি দিতে না পারি তা হলে লগ্নিকৃত অর্থ ফেরত পাব কীভাবে। অন্য ছবির ক্ষেত্রেও একই কথা। এখন যদি আমার আরও একটি ছবি মুক্তি পায় তাহলে ‘পাসওয়ার্ড’ একশতেরও কম সিনেমা হল পাবে। তাছাড়া পাসওয়ার্ডের সঙ্গে তুলনা চলে বা প্রতিযোগিতায় যেতে পারে এমন ছবি আর একটিও নেই। তাই আমার ইচ্ছে ঈদে শুধু আমার অভিনীত পাসওয়ার্ড ছবিটিই মুক্তি পাক। না হলে সিনেমা হলের স্বল্পতার কারণে কোনো ছবিই কাক্সিক্ষত ব্যবসা করতে পারবে না।’ ‘পাসওয়ার্ড’ ছবির গানের চিত্রায়নে শাকিব এখন তুর্কি রয়েছেন। শাকিব জানান তুর্কির যে সব লোকেশনে বলিউড অভিনেতা সালমান-ক্যাটরিনার ‘এক থা টাইগার’ ছবির গানের চিত্রায়ন হয়েছে সেখানেই পাসওয়ার্ডের গানের দৃশ্য ধারণ করা হবে। ১৯ মে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। মূলত ঈদের জন্যই গত মার্চ থেকে পরম যতেœ ছবিটি নির্মাণ করছেন শাকিব খান। শাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল ঈদে যদি তার পাসওয়ার্ডের সঙ্গে নোলক মুক্তি পায় তাহলে নিজেই নিজের সঙ্গে বড় পর্দায় লড়াইয়ে অবতীর্ণ হবেন কিনা। জবাবে এই শীর্ষ নায়ক বলেন, ‘প্রশ্নই আসে না, দর্শক দুটি ছবি দেখলেই বলতে পারবেন ‘পাসওয়ার্ডের’ সঙ্গে কোনোভাবেই ‘নোলক’ এর তুলনা চলে না। যদিও দুটি ছবিই আমার অভিনীত কিন্তু নির্মাণ নিয়ে নানা জটিলতায় ‘নোলক’ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।’ চলচ্চিত্রকার ও দর্শকের কথায় শাকিব যাই বলুক ঈদে যদি শেষ মুহূর্তে আর অন্য কোনো ছবি মুক্তি না পায় তাহলে বড় পর্দায় এই উৎসবের দিনটিতে লড়াই হবে শাকিবের সঙ্গে শাকিবের।
শিরোনাম
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
- ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা ট্রাম্পের
- চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার
- রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
- এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’
- চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক
- ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
- সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- আরেক মামলায় গ্রেফতার হাজী সেলিম
- তিস্তার ইতিহাসে রেকর্ড, চার দফা বিপৎসীমা অতিক্রম করেও ক্ষয়ক্ষতি কম
- নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত মা-ছেলে
- মেট্রোরেলে বিজ্ঞাপন স্পেস ভাড়ার বিজ্ঞপ্তি প্রকাশ
- বাগেরহাটে মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২
- প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন পুলিশের ৬ জন
- ট্রাম্প ছাড়া অন্য কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয়: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার
- শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে কর্মবিরতি
- ব্যক্তির নামে থাকা আরও ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
ঈদে শাকিব বনাম শাকিব
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর