এবার খালি মাঠে গোল দিতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক কিং শাকিব খান। অন্যদিকে নিজের সঙ্গে নিজেই লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। মানে আসন্ন ঈদে বড় পর্দায় নিজের মুখোমুখি হবেন তিনি নিজেই। সব ঈদেই শাকিব খানের একাধিক ছবি মুুক্তি পায়। সেই সঙ্গে অন্য তারকার ছবিও থাকে। তবে এবার হবে ব্যতিক্রম। তিনটি ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এগুলো হচ্ছে শাকিবের দুটি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ এবং তারিক আনাম খানের ‘আবার বসন্ত’। তারিক আনাম খানের ছবিটি অবশ্য ভিন্নধারার গল্পের। বাবা-মেয়ের মজার সম্পর্ক নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ছবিটি। সাধারণত বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি বলতে যা বোঝায় এই ছবিটি তার চেয়ে একটু ব্যতিক্রম। ফলে তারিক আনাম খানের সঙ্গে ঈদে বড় পর্দায় শাকিবের লড়াইয়ের প্রশ্নই আসে না। তাহলে ধরে নেওয়া যায় শাকিব নিজেই এবারের ঈদে নিজের সঙ্গে লড়াই করবেন। যদিও শাকিব খান চাচ্ছেন না এই ঈদে তার নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছাড়া তার অন্য কোনো ছবি মুক্তি পাক। শাকিব খান বলেন, ‘দেশে এমনিতেই সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে বড় মাপের ছবি চালানোর জন্য একশত সিনেমা হল পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমার বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ‘পাসওয়ার্ড’ ছবিটি যদি শতাধিক সিনেমা হলে মুক্তি দিতে না পারি তা হলে লগ্নিকৃত অর্থ ফেরত পাব কীভাবে। অন্য ছবির ক্ষেত্রেও একই কথা। এখন যদি আমার আরও একটি ছবি মুক্তি পায় তাহলে ‘পাসওয়ার্ড’ একশতেরও কম সিনেমা হল পাবে। তাছাড়া পাসওয়ার্ডের সঙ্গে তুলনা চলে বা প্রতিযোগিতায় যেতে পারে এমন ছবি আর একটিও নেই। তাই আমার ইচ্ছে ঈদে শুধু আমার অভিনীত পাসওয়ার্ড ছবিটিই মুক্তি পাক। না হলে সিনেমা হলের স্বল্পতার কারণে কোনো ছবিই কাক্সিক্ষত ব্যবসা করতে পারবে না।’ ‘পাসওয়ার্ড’ ছবির গানের চিত্রায়নে শাকিব এখন তুর্কি রয়েছেন। শাকিব জানান তুর্কির যে সব লোকেশনে বলিউড অভিনেতা সালমান-ক্যাটরিনার ‘এক থা টাইগার’ ছবির গানের চিত্রায়ন হয়েছে সেখানেই পাসওয়ার্ডের গানের দৃশ্য ধারণ করা হবে। ১৯ মে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। মূলত ঈদের জন্যই গত মার্চ থেকে পরম যতেœ ছবিটি নির্মাণ করছেন শাকিব খান। শাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল ঈদে যদি তার পাসওয়ার্ডের সঙ্গে নোলক মুক্তি পায় তাহলে নিজেই নিজের সঙ্গে বড় পর্দায় লড়াইয়ে অবতীর্ণ হবেন কিনা। জবাবে এই শীর্ষ নায়ক বলেন, ‘প্রশ্নই আসে না, দর্শক দুটি ছবি দেখলেই বলতে পারবেন ‘পাসওয়ার্ডের’ সঙ্গে কোনোভাবেই ‘নোলক’ এর তুলনা চলে না। যদিও দুটি ছবিই আমার অভিনীত কিন্তু নির্মাণ নিয়ে নানা জটিলতায় ‘নোলক’ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।’ চলচ্চিত্রকার ও দর্শকের কথায় শাকিব যাই বলুক ঈদে যদি শেষ মুহূর্তে আর অন্য কোনো ছবি মুক্তি না পায় তাহলে বড় পর্দায় এই উৎসবের দিনটিতে লড়াই হবে শাকিবের সঙ্গে শাকিবের।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা