এবার খালি মাঠে গোল দিতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক কিং শাকিব খান। অন্যদিকে নিজের সঙ্গে নিজেই লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। মানে আসন্ন ঈদে বড় পর্দায় নিজের মুখোমুখি হবেন তিনি নিজেই। সব ঈদেই শাকিব খানের একাধিক ছবি মুুক্তি পায়। সেই সঙ্গে অন্য তারকার ছবিও থাকে। তবে এবার হবে ব্যতিক্রম। তিনটি ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এগুলো হচ্ছে শাকিবের দুটি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ এবং তারিক আনাম খানের ‘আবার বসন্ত’। তারিক আনাম খানের ছবিটি অবশ্য ভিন্নধারার গল্পের। বাবা-মেয়ের মজার সম্পর্ক নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ছবিটি। সাধারণত বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি বলতে যা বোঝায় এই ছবিটি তার চেয়ে একটু ব্যতিক্রম। ফলে তারিক আনাম খানের সঙ্গে ঈদে বড় পর্দায় শাকিবের লড়াইয়ের প্রশ্নই আসে না। তাহলে ধরে নেওয়া যায় শাকিব নিজেই এবারের ঈদে নিজের সঙ্গে লড়াই করবেন। যদিও শাকিব খান চাচ্ছেন না এই ঈদে তার নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছাড়া তার অন্য কোনো ছবি মুক্তি পাক। শাকিব খান বলেন, ‘দেশে এমনিতেই সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে বড় মাপের ছবি চালানোর জন্য একশত সিনেমা হল পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমার বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ‘পাসওয়ার্ড’ ছবিটি যদি শতাধিক সিনেমা হলে মুক্তি দিতে না পারি তা হলে লগ্নিকৃত অর্থ ফেরত পাব কীভাবে। অন্য ছবির ক্ষেত্রেও একই কথা। এখন যদি আমার আরও একটি ছবি মুক্তি পায় তাহলে ‘পাসওয়ার্ড’ একশতেরও কম সিনেমা হল পাবে। তাছাড়া পাসওয়ার্ডের সঙ্গে তুলনা চলে বা প্রতিযোগিতায় যেতে পারে এমন ছবি আর একটিও নেই। তাই আমার ইচ্ছে ঈদে শুধু আমার অভিনীত পাসওয়ার্ড ছবিটিই মুক্তি পাক। না হলে সিনেমা হলের স্বল্পতার কারণে কোনো ছবিই কাক্সিক্ষত ব্যবসা করতে পারবে না।’ ‘পাসওয়ার্ড’ ছবির গানের চিত্রায়নে শাকিব এখন তুর্কি রয়েছেন। শাকিব জানান তুর্কির যে সব লোকেশনে বলিউড অভিনেতা সালমান-ক্যাটরিনার ‘এক থা টাইগার’ ছবির গানের চিত্রায়ন হয়েছে সেখানেই পাসওয়ার্ডের গানের দৃশ্য ধারণ করা হবে। ১৯ মে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। মূলত ঈদের জন্যই গত মার্চ থেকে পরম যতেœ ছবিটি নির্মাণ করছেন শাকিব খান। শাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল ঈদে যদি তার পাসওয়ার্ডের সঙ্গে নোলক মুক্তি পায় তাহলে নিজেই নিজের সঙ্গে বড় পর্দায় লড়াইয়ে অবতীর্ণ হবেন কিনা। জবাবে এই শীর্ষ নায়ক বলেন, ‘প্রশ্নই আসে না, দর্শক দুটি ছবি দেখলেই বলতে পারবেন ‘পাসওয়ার্ডের’ সঙ্গে কোনোভাবেই ‘নোলক’ এর তুলনা চলে না। যদিও দুটি ছবিই আমার অভিনীত কিন্তু নির্মাণ নিয়ে নানা জটিলতায় ‘নোলক’ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।’ চলচ্চিত্রকার ও দর্শকের কথায় শাকিব যাই বলুক ঈদে যদি শেষ মুহূর্তে আর অন্য কোনো ছবি মুক্তি না পায় তাহলে বড় পর্দায় এই উৎসবের দিনটিতে লড়াই হবে শাকিবের সঙ্গে শাকিবের।
শিরোনাম
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
ঈদে শাকিব বনাম শাকিব
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর