এবার খালি মাঠে গোল দিতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক কিং শাকিব খান। অন্যদিকে নিজের সঙ্গে নিজেই লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। মানে আসন্ন ঈদে বড় পর্দায় নিজের মুখোমুখি হবেন তিনি নিজেই। সব ঈদেই শাকিব খানের একাধিক ছবি মুুক্তি পায়। সেই সঙ্গে অন্য তারকার ছবিও থাকে। তবে এবার হবে ব্যতিক্রম। তিনটি ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এগুলো হচ্ছে শাকিবের দুটি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ এবং তারিক আনাম খানের ‘আবার বসন্ত’। তারিক আনাম খানের ছবিটি অবশ্য ভিন্নধারার গল্পের। বাবা-মেয়ের মজার সম্পর্ক নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ছবিটি। সাধারণত বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি বলতে যা বোঝায় এই ছবিটি তার চেয়ে একটু ব্যতিক্রম। ফলে তারিক আনাম খানের সঙ্গে ঈদে বড় পর্দায় শাকিবের লড়াইয়ের প্রশ্নই আসে না। তাহলে ধরে নেওয়া যায় শাকিব নিজেই এবারের ঈদে নিজের সঙ্গে লড়াই করবেন। যদিও শাকিব খান চাচ্ছেন না এই ঈদে তার নিজের প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছাড়া তার অন্য কোনো ছবি মুক্তি পাক। শাকিব খান বলেন, ‘দেশে এমনিতেই সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে বড় মাপের ছবি চালানোর জন্য একশত সিনেমা হল পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমার বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ‘পাসওয়ার্ড’ ছবিটি যদি শতাধিক সিনেমা হলে মুক্তি দিতে না পারি তা হলে লগ্নিকৃত অর্থ ফেরত পাব কীভাবে। অন্য ছবির ক্ষেত্রেও একই কথা। এখন যদি আমার আরও একটি ছবি মুক্তি পায় তাহলে ‘পাসওয়ার্ড’ একশতেরও কম সিনেমা হল পাবে। তাছাড়া পাসওয়ার্ডের সঙ্গে তুলনা চলে বা প্রতিযোগিতায় যেতে পারে এমন ছবি আর একটিও নেই। তাই আমার ইচ্ছে ঈদে শুধু আমার অভিনীত পাসওয়ার্ড ছবিটিই মুক্তি পাক। না হলে সিনেমা হলের স্বল্পতার কারণে কোনো ছবিই কাক্সিক্ষত ব্যবসা করতে পারবে না।’ ‘পাসওয়ার্ড’ ছবির গানের চিত্রায়নে শাকিব এখন তুর্কি রয়েছেন। শাকিব জানান তুর্কির যে সব লোকেশনে বলিউড অভিনেতা সালমান-ক্যাটরিনার ‘এক থা টাইগার’ ছবির গানের চিত্রায়ন হয়েছে সেখানেই পাসওয়ার্ডের গানের দৃশ্য ধারণ করা হবে। ১৯ মে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। মূলত ঈদের জন্যই গত মার্চ থেকে পরম যতেœ ছবিটি নির্মাণ করছেন শাকিব খান। শাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল ঈদে যদি তার পাসওয়ার্ডের সঙ্গে নোলক মুক্তি পায় তাহলে নিজেই নিজের সঙ্গে বড় পর্দায় লড়াইয়ে অবতীর্ণ হবেন কিনা। জবাবে এই শীর্ষ নায়ক বলেন, ‘প্রশ্নই আসে না, দর্শক দুটি ছবি দেখলেই বলতে পারবেন ‘পাসওয়ার্ডের’ সঙ্গে কোনোভাবেই ‘নোলক’ এর তুলনা চলে না। যদিও দুটি ছবিই আমার অভিনীত কিন্তু নির্মাণ নিয়ে নানা জটিলতায় ‘নোলক’ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।’ চলচ্চিত্রকার ও দর্শকের কথায় শাকিব যাই বলুক ঈদে যদি শেষ মুহূর্তে আর অন্য কোনো ছবি মুক্তি না পায় তাহলে বড় পর্দায় এই উৎসবের দিনটিতে লড়াই হবে শাকিবের সঙ্গে শাকিবের।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
ঈদে শাকিব বনাম শাকিব
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর