নৈশভোজে দাওয়াত করেছিলেন মন্ত্রী। নিমন্ত্রণ ফিরিয়ে দেন অভিনেত্রী। বিষয়টি ঠিক সহজভাবে নেননি মন্ত্রী। তাই ঠিক এর পরই আটকে গেছে অভিনেত্রীর সিনেমার শুটিং। এ ঘটনা ঘটিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালানের নতুন ছবি ‘শেরনি’র শুটিংয়ের অনুমতি বাতিল করে দিয়েছেন তিনি। বলিউড ডিভা বিদ্যা বালানের ‘শেরনি’র শুটিং চলছে মধ্যপ্রদেশে। সে কারণে কয়েক সপ্তাহ ধরেই রাজ্যটিতে অবস্থান করছেন অভিনেত্রী। সেখানকার একটি জঙ্গলে শুটিং হওয়ার কথা ছিল। আচমকাই প্রোডাকশন টিমের গাড়ি জঙ্গলে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ আগে থেকে অনুমতি নেওয়া ছিল বলে জানিয়েছে টিম। অমিত মসুরকর পরিচালিত ‘শেরনি’ ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ।