শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

মোদিকে ঘিরে বাংলাদেশি তারকাদের মেলা

শোবিজ প্রতিবেদক

মোদিকে ঘিরে বাংলাদেশি তারকাদের মেলা

ঢাকায় পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রথম দিনে সাক্ষাৎ করেছেন দেশের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা, নারী ক্রিকেটারসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। গতকাল দুপুরে সোনারগাঁও হোটেলে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের একঝাঁক তারকা।  ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি তারকাদের সঙ্গে এই সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করা হয়। তারকা দলে মাশরাফি, সাকিব, জয়া আহসান ছাড়া আরও ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, নির্মাতা রেদোওয়ান রনি, নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম, চিরকুট ব্র্যান্ডের শারমিন সুলতানা সুমি, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোরভি রাকশান্দ ধ্রুব, ইয়ুথ অপরচুনিটিসের সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর।  সাক্ষাৎ শেষে সাকিব আল হাসান ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সত্যি সম্মানিত। আমি মনে করি এই সফর দুই দেশের জন্য ফলপ্রসূ হবে। ভারতকে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি আশা করি ভবিষ্যতেও তিনি ভারতকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এএনআইকে সাকিব বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং তা দিন দিন প্রসারিত হচ্ছে। সম্পর্কের এই যাত্রা অনেক দীর্ঘ হবে বলে আমি আশাবাদী।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছান নরেন্দ্র মোদি।

সর্বশেষ খবর