বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিপাকে জায়েদ খান...

শোবিজ প্রতিবেদক

বিপাকে জায়েদ খান...

করোনা লকডাউনে কর্মহীন শিল্পীদের নিয়ে বিপাকে পড়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, গত বছর করোনার লকডাউনে অসহায় শিল্পীদের বাঁচাতে তথ্য মন্ত্রণালয়ের কথামতো আর্থিক প্রণোদনার জন্য ২৩১ জন শিল্পীর তালিকা মন্ত্রণালয়ে জমা দিলেও আজ পর্যন্ত একটি টাকাও পাইনি। গতবার সামর্থ্যবান শিল্পী ও বিত্তবানদের সহযোগিতায় অসহায় শিল্পীদের সহায়তা করতে পেরেছিলাম। এবার কোথাও থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় অসহায়রা মানবেতর জীবনযাপন করছেন। জায়েদ খান বলেন, প্রধানমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ, ২৩১ জন অসহায় শিল্পীকে তালিকা অনুযায়ী প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করলে তারা বাঁচতে পারবে। এদিকে জায়েদ খান এখন চলচ্চিত্রের মানুষের প্রশংসায় সিক্ত হচ্ছেন। সম্প্রতি অভিনয় শিল্পী কবরী ও ওয়াসিমসহ অনেকে মারা গেলে তাদের তদারকি এবং দাফন পর্যন্ত নিজ হাতে করেন জায়েদ খান। এজন্য চলচ্চিত্রের সিনিয়র শিল্পী সোহেল রানা, উজ্জল, রোজিনাসহ অনেকেই জায়েদ খানকে ‘করোনা বীর’ বলে আখ্যায়িত করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর