বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নির্মাতা দোদুলের কণ্ঠে গান

শোবিজ প্রতিবেদক

নির্মাতা দোদুলের কণ্ঠে গান

গোলাম সোহরাব দোদুল। দেশের প্রথম সারির একজন নির্মাতা। তিনি ১৯৯১ সালে কাজী কামালের ‘লাখে একটা’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারে উল্লেখযোগ্য একক নাটক-সিরিয়াল, টেলিফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি, কুড়িয়েছেন প্রশংসা। তবে গায়ক হিসেবে যে রয়েছে তাঁর অসাধারণ প্রতিভা, তা হয়তো অনেকের কাছেই অজানা। ১৯৯৭ সালে টাচ অডিও কোম্পানি তাঁর গাওয়া প্রথম অডিও অ্যালবাম ‘ফুল তোলা রুমাল’ বের করে। সম্প্রতি তিনি রণজয় ভট্টাচার্যের লেখা ‘মন কেমনের জন্মদিন’ গানটি কভার করেছেন। মাহমুদুল হাসানের সংগীতায়োজনে গানটির ভিডিও প্রকাশ হয়েছে গোলাম সোহরাব দোদুলের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দোদুলের ১৯৮৫ সালে বাফাতে ক্লাসিক্যাল শেখা শুরু। বাবা ছিলেন বিটিভির সংগীত বিভাগের প্রধান। ওই বছর থেকেই তিনি সংগীতগুরু ফেরদৌসী রহমানের কাছে বিটিভিতে ‘এসো গান শিখি’তে গান শিখতেন। ১৯৯৭ সালে টাচ অডিও কোম্পানি তাঁর প্রথম অডিও অ্যালবাম ‘ফুল তোলা রুমাল’ বের করে। তিনি নামি ওস্তাদদের কাছে গান, তবলা বাজানো শিখেন। বিটিভিতে ১৯৯৪ সালে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী দোদুল পারদর্শী ক্লাসিক্যাল, আধুনিক, ঠুমড়ি, খেয়াল, তপ্পা, রবীন্দ্র ও নজরুল সংগীতে।

সর্বশেষ খবর