শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিমুলের উপস্থাপনায় শতকণ্ঠে মুজিব

শোবিজ প্রতিবেদক

শিমুলের উপস্থাপনায় শতকণ্ঠে মুজিব

নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা এই আগস্ট মাসে (শোকের মাস) নতুন একটি উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিমুল মুস্তাফার ১০০ জন আবৃত্তি শিক্ষার্থীর কণ্ঠে শোনা যাবে ‘শতকণ্ঠে মুজিব’, যারা ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’ ও ‘শিমুলের পাঠশালা’র শিক্ষার্থী। শিমুল মুস্তাফার উপস্থাপনায় এটি সরাসরি দেখা যাবে তাঁর ফেসবুক আইডি থেকে। এই আয়োজনে চমক হিসেবে থাকছেন দেশ ও দেশের বাইরের স্বনামধন্য কবি, আবৃত্তিকার ও শোবিজ জগতের প্রিয়মুখেরা। এই আয়োজনে যুক্ত থাকবেন সৈয়দ হাসান ইমাম (১৫ আগস্ট), আসাদুজ্জামান নূর (১১ আগস্ট), সুবোধ সরকার (১০ আগস্ট), নির্মলেন্দু গুণ (৮ আগস্ট), ব্রততী বন্দ্যোপাধ্যায়, জয়া আহসান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আসাদ চৌধুরী, মেধা বন্দ্যোপাধ্যায় (১১ আগস্ট), চঞ্চল চৌধুরী (১৩ আগস্ট), সুতপা বন্দ্যোপাধ্যায় (১৪ আগস্ট), মুস্তাফা খালীদ পলাশ (১৬ আগস্ট), মুহম্মদ নূরুল হুদা (৯ আগস্ট), মো. আহকাম উল্লাহ (৫ আগস্ট), কামাল চৌধুরী (১৪ আগস্ট), অসীম কুমার উকিল (৫ আগস্ট), লুৎফর রহমান রিটন (৯ আগস্ট), শোভন সুন্দর বসু (১২ আগস্ট), তারিক সুজাত (১৪ আগস্ট) ও শ্রীজাত। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡ বধানে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি ও শিমুলের পাঠশালা। ছাত্রজীবন থেকেই স্বাধীনতা এবং সাংস্কৃতিক মুক্তির জন্য শিমুল মুস্তাফা কণ্ঠ এবং কবিতাকে করেছেন প্রধান হাতিয়ার। এই হাতিয়ার দিয়েই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতি বছর বিজয়ের মাসে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে শিমুল মুস্তাফা করেছেন ৭১টি কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান। করোনাকালে তিনি অনলাইনে ‘শিমুলের পাঠশালা’য় প্রশিক্ষণ ও ‘শিমুল মুস্তাফা অফিশিয়াল’ ইউটিউবে নিজের কণ্ঠে আবৃত্তি অবমুক্ত করছেন নিয়মিত। তাঁর সহধর্মিণী শারমিন মুস্তাফাও আবৃত্তি সহযোগী হিসেবে পাশে রয়েছেন।

সর্বশেষ খবর