বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

২২ বছরে শিবলী-নীপার ‘নৃত্যাঞ্চল’

শোবিজ প্রতিবেদক

২২ বছরে শিবলী-নীপার ‘নৃত্যাঞ্চল’

বাংলাদেশের নৃত্যশিল্পে সুপরিচিত নাম শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। শুধু দেশ নয়, বিদেশেও এই নৃত্যশিল্পী জুটি সমানভাবে সমাদৃত। নৃত্যের প্রতিটি শাখায় রয়েছে তাঁদের সাবলীল ও দীপ্ত পদচারণা। এই সফল নৃত্যশিল্পী জুটির সঙ্গে সংস্কৃতি অনুরাগী সাংবাদিক মুহাম্মাদ জাহাঙ্গীর যুক্ত হয়ে ২০০০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠা করেন  ‘নৃত্যাঞ্চল’। শিবলী-নীপার স্বপ্নের সারথী ‘নৃত্যাঞ্চল’ সফলতার সঙ্গে ২২ বছরে পদার্পণ করছে আজকের এই দিনে। নৃত্যাঞ্চল নিয়ে এর পরিচালক শিবলী ও নীপার রয়েছে সুদূরপ্রসারী ভাবনা। তাঁরা বলেন, ‘মূলধারার নাচ, বিশেষ করে যারা মৌলিক ও শুদ্ধ নৃত্যচর্চা করে, আমরা সবসময় তাদের সুযোগ করে দিতে চাই। কারণ বাংলাদেশে শুদ্ধ নৃত্যচর্চাকারীদের জন্য প্ল্যাটফরম খুব একটা নেই। অন্যদিকে কনটেম্পোরারির নামে যে ট্রেন্ডটা চলছে, তাকে জেনে না জেনে সহজ পদ্ধতি মনে করে অনেকেই ঝুঁকে পড়ছে। কারণ তাতে কোনো জবাবদিহিতা নেই। কারও কিছু বলারও নেই। যত দিন যাচ্ছে এই বিকৃত অবস্থা বেড়েই চলছে। এ অবস্থায়ই আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি শুদ্ধ নৃত্যচর্চাটাকে টিকিয়ে রাখার। যারা সবধরনের প্রতিকূলতা পেরিয়ে এই চর্চাটা চালিয়ে যাচ্ছে, তাদের উৎসাহিত করার চেষ্টা করছি। আমি মনে করি, অগ্রজ হিসেবে আমাদের দায়িত্ব, এসব শিল্পীকে এগিয়ে যাওয়ার পথটা করে দেওয়া।’

সর্বশেষ খবর