মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শিল্পকলার উদ্যোগে সেতুর ‘গোলপোস্ট’

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যপী ৬৪ জেলায় নির্মিত ও মঞ্চায়িত হচ্ছে গণহত্যা পরিবেশ থিয়েটার। সেই হিসেবে রবিবার সন্ধ্যা ৬টায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মঞ্চস্থ হয় ফেনী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা নাটক ‘গোলপোস্ট’। রচনা আসাদুল ইসলাম, পরিকল্পনা ও নির্দেশনা আবুল কালাম আজাদ সেতু। সেতু বলেন, ‘গোলপোস্ট’ সেই নাম জানা, না জানা সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেছি।

 

সর্বশেষ খবর