মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নির্বাচন নিয়ে শাবানা-ববিতা

শোবিজ প্রতিবেদক

নির্বাচন নিয়ে শাবানা-ববিতা

ঢালিউড অভিনেত্রী শাবানা আছেন যুক্তরাষ্ট্রে আর ববিতা রয়েছেন কানাডায়। বিদেশে থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না। বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে শাবানা বলেন, শিল্পী সমিতি শিল্পীদের প্রাণের সংগঠন। এই সমিতি সবসময় শিল্পীদের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ায়। তাই শিল্পীদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা নির্বাচন করছেন তাঁদের প্রত্যেকের জন্য রইল আমার শুভকামনা। আমি চাই ভোটাররা শৃঙ্খলা বজায় রেখে ভোটের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করবেন। অন্যদিকে ববিতা বলেন, শিল্পী সমিতি শিল্পীদের প্রকৃত আবাসস্থল ও ঠিকানা। তাই এই ঘরকে সুন্দর করে সাজাতে পারলে শিল্পীরা সবসময় ভালো থাকবে। আমি বিদেশে থাকায় ভোট দিতে পারব না বলে খারাপ লাগছে। যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। ভোটাররা যাঁকেই বিজয়ী করে দায়িত্বের আসনে বসাবেন তাঁরা যেন সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে শিল্পীদের দুঃখ-দুর্দশা দূর করে দিয়ে তাঁদের স্বার্থ সংরক্ষণ করেন। শাবানা ও ববিতা একই সুরে বলেন, শিল্পী ও শিল্পী সমিতির পাশে আমরা সবসময় আছি। যদি কোনো উপদেশ বা প্রয়োজন হয় আমরা তা শতভাগ পূরণ করতে সদা সচেষ্ট থাকব।

 

সর্বশেষ খবর