একক নাটক ‘ভাড়াটে প্রেমিক’ নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন পরিচালক, প্রযোজক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সঙ্গে থাকছেন অভিনেত্রী মিহি। নাটকটি রচনা করেছেন ইকবাল খন্দকার ও পরিচালনা করেছেন রিন্টু পারভেজ। গল্পে দেখা যাবে হাসান জাহাঙ্গীর (বদরুল) বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী। এক দিন অফিসে যাওয়ার পথে মিহির সঙ্গে দেখা হয়। মিহিকে ভালো লেগে যায় বদরুলের। ভালো লাগার কথা বলতে গেলে রেগে যায় মিহি। ঘটনার মোড় নেয় অন্যদিকে। এমনিভাবে চলতে থাকে নাটকের গল্প। এ নাটকে আরও অভিনয় করেছে শিপন মিত্র, আইভি নুর, সোহেলসহ অনেকে।