ভারতের বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক বরাবরই সততার প্রতীক হিসেবে পর্দায় ধরা দিয়েছেন। প্রায় ৪০ বছর পর ফের পর্দায় ফিরছেন ‘শত্রু’ সিনেমার সেই শুভঙ্কর সান্যাল। ফের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। এবারের সিনেমার নাম ‘অপরাজেয়’। পরিচালক নেহাল দত্ত। কাহিনি ও প্রযোজনা করবেন শ্যাম দাগা। সব ঠিকঠাক থাকলে দুর্গাপূজার আগেই মুক্তি পাবে ‘অপরাজেয়’। ৪০ বছর আগে ‘শত্রু’ সিনেমায় শুভঙ্কর সান্যাল নামে এক সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে। ‘অপরাজেয়’তে ওই সিনেমার স্মৃতিই ফুটিয়ে তুলতে চেয়েছেন নেহাল। তবে এবার আর পুলিশ অফিসার নন, ‘অপরাজেয়’র শুভঙ্কর সান্যাল একজন আইনজীবী। যিনি নিজে কখনো অসৎ কাজ করেননি বা মেনেও নেননি।