শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চার্জশিটে নাম জ্যাকুলিনের

শোবিজ ডেস্ক

চার্জশিটে নাম জ্যাকুলিনের

তদন্তে বেরিয়ে এসেছে সুকেশ চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের আয় থেকে জ্যাকুলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন। ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকেও অভিযুক্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির আদালতে বুধবার জ্যাকুলিনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে নাম আসার পর নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জ্যাকুলিন লিখেন, ‘প্রিয়তম আমি, ভালো সবকিছু আমার প্রাপ্য। আমি শক্তিশালী, আমি মেনে নিয়েছি, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি শক্ত-সামর্থ্য, আমি আমার লক্ষ্য ও স্বপ্নপূরণ করব, এটা করতে পারি।’ ইডির প্রথম চার্জশিটে সুকেশ কীভাবে এ অর্থ ব্যবহার করেছেন, সেটি উল্লেখ করা হয়েছে। সম্পূরক চার্জশিটে বলা হয়, সুকেশ তার প্রতারিত অর্থ থেকে জ্যাকুলিনকে ৫ কোটি রুপির বেশি মূল্যের উপহার দিয়েছেন। এ কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই উপহারগুলো যে অবৈধ আয়ে কেনা, সে সম্পর্কে জানতেন জ্যাকুলিন। এর আগে এক বিবৃতিতে ইডি জানায়, তদন্তে বেরিয়ে এসেছে, সুকেশ চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের আয় থেকে জ্যাকুলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন। এসবের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া ও ৯ লাখ রুপির পার্সিয়ান বিড়াল। এ মামলায় একাধিকবার ইডির জেরার মুখে পড়েন অভিনেত্রী। শুধু তাই নয়; মামলায় গত এপ্রিলে অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে জ্যাকুলিনের ৭ কোটি ২৭ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্তও করে ইডি। মামলার পর থেকে আদালতের অনুমতি ছাড়া জ্যাকুলিনের ভারত ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

সর্বশেষ খবর