সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ

 শোবিজ প্রতিবেদক

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ

লেখা, সুর আর সংগীতায়োজন; এ তিন ক্ষেত্রে যিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তিনি প্রয়াত প্রখ্যাত সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার রেখে যাওয়া গান আর অন্তহীন স্মৃতিগুলো গেঁথে আছে সবার হৃদয়ে। এবার সেই স্মৃতিগুলোই বইয়ের পাতায় উঠে এলো। তাকে ঘিরে একটি স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন লেখক ও গীতিকবি গাজী তানভীর আহমদ। বইটির নাম ‘বাংলা সংগীতের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ’। অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে আদিল প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, চিত্রপরিচালক মতিন রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুুবসহ, কণ্ঠশিল্পী লীনু বিল্লাহ, রোখসানা, তানজিম, মুকুল প্রমুখ।

 

সর্বশেষ খবর