সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মহল্লার সেলুনের গল্প ‘নরসুন্দর’

 শোবিজ প্রতিবেদক

মহল্লার সেলুনের গল্প ‘নরসুন্দর’

নতুন ধারাবাহিক ‘নরসুন্দর’। মাতিয়া বানু শুকুর রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, নূরু একজন নাপিত, সে নিজেকে শুদ্ধ বাংলায় বলে নরসুন্দর। সেলুনটার নামও ‘নরসুন্দর’। নুরুর সঙ্গে ভিআইপি থেকে মুচি-সবার সঙ্গে গল্পের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই নিয়েই ‘নরসুন্দর’র গল্প।  বিভিন্ন চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সাজু খাদেম, সুজাত শিমুল, জয়রাজ, সানজিদা প্রীতি, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ, বাপ্পি আশরাফ, নাইরুজ সিফাত, টুনটুনি সুবহান, শারমিন ইতি, পার্শা, শাহাদাৎ হোসেন ও রফিক। বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি  রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।

 

সর্বশেষ খবর