জীবনে প্রথমবারের মতো কোনো চাকরি করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আর ক্যারিয়ার জীবনের নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়ক। এ নিয়ে গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ লেখেন, ‘মার্চের ১ তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’ তিনি লেখেন, ‘চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এ চাকরির মাধ্যমে ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে। আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’ আসিফ যে প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছেন তার নাম- ভার্সেটিল গ্রুপ। প্রতিষ্ঠানটির ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ পদে যোগ দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন তিনি।