শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ফের একসঙ্গে অপূর্ব-তারিন

শোবিজ প্রতিবেদক

ফের একসঙ্গে অপূর্ব-তারিন

নাটকের দুই জনপ্রিয় মুখ অপূর্ব ও তারিন। এবার ঈদের জন্য নির্মিত ‘প্রিয় পরিবার’ নাটকে দেখা যাবে দুজনকে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন রুবেল হাসান। সর্বশেষ ২০১৬ সালে তাঁরা অভিনয় করেছিলেন ‘সানফ্লাওয়ার’ নাটকে। নাটকটি প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। ঈদের জন্য এবার কম কাজ করেছি। তবে যেগুলো করেছি তারমধ্যে এই কাজটি অন্যতম। গল্পে দর্শকরা অনেক টুইস্ট পাবেন। একটু অন্যরকম স্বাদের ও দর্শকরুচির গল্প। আশা রাখছি দর্শকের নাটকটি পছন্দ হবে।’ তারিন বলেন, ‘একটি পারিবারিক নাটক ‘প্রিয় পরিবার’। আর অপূর্বর সঙ্গে বরাবরই কাজের অভিজ্ঞতা ভালো। এত বছর পর এমন সহশিল্পীর সঙ্গে কাজ করছি, এটা অন্যরকম ভালো লাগার। দর্শকদের ভালো লাগবে নাটকটি।’ অপূর্ব ও তারিন এই নাটকে অভিনয় করেছেন মা-বাবার চরিত্রে। এতে আরও রয়েছেন শাওন, সাদ নাওভি, মাহিমা প্রমুখ।

সর্বশেষ খবর