বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর শোক কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরছিলেন তিনি। কিন্তু এবার চরম বিতর্কিত হতে হলো তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেহনাজ মন্তব্য করেন- ‘মুভ অন করে গিয়েছি’। তার এই মন্তব্যেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কটাক্ষ, মিম কিছুরই কমতি নেই। নেটপাড়ার একটা বড় অংশের প্রশ্ন কী করে? শেহনাজের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর ট্রেলার লঞ্চ ছিল গত সোমবার। সালমান খানের ছবিতে কাজ করছেন, তার কাছে বড় দিন। ট্রেলার লঞ্চে সালমানের পেছনেই দাঁড়িয়ে ছিলেন শেহনাজ। হঠাৎই সালমান তাকে বলেন, ‘মুভ অন করে যাও’ অর্থাৎ অতীত ভুলে জীবনে এগিয়ে যাওয়ারই পরামর্শ দেন তিনি। শেহনাজও উত্তর দেন, ‘করে গিয়েছি’। আর তাতেই চটেছে নেটিজেনদের একাংশ। কাঠগড়ায় শেহনাজকে দাঁড় করিয়ে তাদের প্রশ্ন,‘কী করে সিদ্ধার্থকে ভুলে গেলেন?’এর আগে বহুবার ট্রোলের মুখোমুখি হয়েছেন শেহনাজ গিল।