বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

ববিতার গেট টুগেদার

আলাউদ্দীন মাজিদ

ববিতার গেট টুগেদার

‘সময় যেন আমার কাটে না, বড় শূন্য শূন্য লাগে’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা দেশে বলতে গেলে একাই থাকেন। একমাত্র পুত্র অনিক আছেন কানাডায়। ভাইয়েরা থাকেন যুক্তরাষ্ট্রে। দেশে আছেন দুই বোন অভিনেত্রী সুচন্দা ও চম্পা, তাদের সন্তান এবং নাতি নাতনিরা। তাই দেশে যখন ববিতা থাকেন তখন সময় সুযোগ পেলেই সবাইকে নিয়ে মেতে ওঠেন মিলন মেলায়। বাসায় আয়োজন করেন আনন্দ মেলার। আর বছরের বেশি সময় তিনি থাকেন কানাডায় পুত্র অনিক ও যুক্তরাষ্ট্রে ভাইদের সঙ্গে। ববিতা বলেন, ২০১৫ সালে ছবিতে অভিনয় করা ছেড়ে দিয়েছি। ভালো গল্প ও চরিত্রের অভাবেই অভিনয় থেকে দূরে সরেছি। এখন অফুরন্ত অবসর আমার। দেশে একা থাকতে থাকতে বোরিং ফিল করি। কাজের মানুষও ঠিকভাবে আসে না। ঘরের কাজ বলতে গেলে নিজেকেই করতে হয়। গাছ, ফুল, পাখির পরিচর্যা করি। তাদের সঙ্গে কথাও বলি। তারপরও একাকিত্ব যেন কাটতেই চায় না। এভাবে কি আর থাকা যায়, তাই বোন আর তাদের সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে বাসায় গেট টুগেদারের আয়োজন করতে ভালো লাগে। ঘরটা ভরা ভরা লাগে। সুস্বাদু খাবার আর মজার গল্পে হারিয়ে যাই অন্যরকম এক অনুভূতিতে।  মনে হয় পৃথিবীর যত সুখ ঘিরে রেখেছে আমার চারপাশ। সম্প্রতি এমনই এক আনন্দ আবেশে হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের রাজ্যে...এ এক অন্যরকম ভালো লাগা আমার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর