কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোমবার রাতে ভারতের মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জির হাতে লেন্সবন্দি হন অভিনেত্রী। একটি ছোট ল্যাটেক্স লাল পোশাকের সঙ্গে ম্যাচিং বুট পরে হাতে একটি ব্যাগ নিয়েছিলেন তিনি। কোমরে একটি চেক শার্ট বাঁধা ছিল উর্বশীর। পারভিন ববির বায়োপিকের ফটোকলে অংশ নেবেন অভিনেত্রী। এই বায়োপিকে প্রধান চরিত্রে রয়েছেন তিনি। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে বিমানবন্দর থেকে উর্বশী রাউতেলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। অভিনেত্রী অ্যান্ট্রি গেটের মুখে লেন্সবন্দি হন। পাপারাজ্জির জন্য পোজ দিয়ে ছবিও তোলেন।