বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা
সাক্ষাৎকার । দীঘি

যা করতে ভালোবাসি তাই করি

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা। বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনা পেছনে ফেলে দীঘি পুরোদমে কাজ করছেন বিভিন্ন প্ল্যাটফরমে। তার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন-পান্থ আফজাল

যা করতে ভালোবাসি তাই করি

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা। বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনা পেছনে ফেলে দীঘি পুরোদমে কাজ করছেন বিভিন্ন প্ল্যাটফরমে। তার সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন-পান্থ আফজাল

 

ফোনে পাচ্ছি না কোথায় এখন?

ওহ, আমি তো ঢাকার বাইরে রয়েছি।

 

শুনলাম আপনিমার্ডার ৯০ সঙ্গে জড়িত?

হা হা হা...এটা তো আবু হায়াত মাহমুদের নির্মাণে একটি ওয়েব ফিল্ম। নব্বই দশকের সময়ের নাটকীয়তায় ভরা একটি মার্ডারকে কেন্দ্র করে ‘মার্ডার ৯০’র গল্প এগিয়েছে! এই সিরিজে আমার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। বাসার ও আবু হায়াত মাহমুদের সঙ্গে এটি আমার প্রথম কাজ।

 

শ্রাবণ জোছনা নামে অনুদানের সিনেমার শুটিং করেছেন...

জীবনে যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। এবারই প্রথম অনুদানের সিনেমায় কাজ করেছি।

 

রোজার ঈদেফেরা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সাড়া কেমন পেয়েছেন?

সবার কাছ থেকে রেসপন্স ভালোই ছিল। সুমন ধর এটি নির্মাণ করেন। আমার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

 

গানচিত্রভালো থাকার কারণ জন্য মেদ ঝরিয়েছেন সাত কেজি...

গানটিতে স্কুলগার্লের চরিত্রে অভিনয় করেছি। তাই ওজন কমানোর দরকার ছিল। এ কারণে আমার লুকও পুরো চেঞ্জ। তানজীবের কথা-সুর-কণ্ঠে গানটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। তানজীব মডেলও ছিলেন।

 

অবশেষে সফল হলেন ওজন কমিয়ে চমকে দিয়েছেন জার্নিটা কতখানি চ্যালেঞ্জিং ছিল?

চ্যালেঞ্জিং তো ছিলই। আসলে গত কয়েক মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনের উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরও অনেক কিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালোবাসা পাচ্ছি। নিজের জন্য কখনো হতাশা বোধ করিনি এবং নিজেকে প্রতিটি ক্ষেত্রে ভালোবেসেছি এবং প্রতিটি উপায়ে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। আসলে যা করতে ভালোবাসি তাই করি। আমার ভালোবাসার কাজগুলো করার জন্য কখনো অনুশোচনা করি না।

 

বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন...

চরিত্রটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার মতো অতি সাধারণ একজন শিল্পী এত বড় একজন মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি-এটা অনেক বড় প্রাপ্তি। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা নির্ভর করছে দর্শকের ওপর।

 

ওটিটি চলচ্চিত্র নিয়ে সামনের ভাবনা কী?

দর্শকের সঙ্গে যেভাবেই হোক যুক্ত থাকতে চাই। আর এজন্য প্রয়োজন ভালো গল্প। আমি সর্বদা ভাবি ভালো গল্প ও স্ক্রিপ্ট নিয়ে।

 

স্টেজ শো-এর খবর কী?

নিয়মিতই স্টেজ শো করছি।

 

টিকটক করায় সমালোচনার জবাবে কী বলবেন?

কে কি বলল তা নিয়ে ভাবি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি আমার মতো করে বিচরণ করি। এটা দোষের কিছু নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর