শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

রুপালি পর্দা থেকে পুরস্কারের মঞ্চজুড়ে আলিয়া

তানভীর আহমেদ

রুপালি পর্দা থেকে পুরস্কারের মঞ্চজুড়ে আলিয়া

কেউ কেউ বলেছিলেন, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি ডোবাবেন আলিয়া! তাদের যুক্তি ছিল, গাঙ্গুবাইয়ের মতো শক্তিশালী চরিত্রে মাধুরী দীক্ষিত কিংবা টাবুর মতো কাউকে মানাত। সেসবের জবাব দিয়েছেন আলিয়া। গাঙ্গুবাই চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ে তুলে নিয়েছেন ফিল্মফেয়ার ও আইফা অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কার। ক্যারিয়ারের ১০ বছর পেরিয়ে  দর্শক মাতিয়েছেন, পেয়েছেন তারকাখ্যাতি। এখন সিনেমাবোদ্ধারাও আলিয়ার প্রশংসা করছেন...

 

সময়টা দারুণ কাটছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। গত বছর মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সিনেমার ট্রেইলার প্রচারের পর আলিয়াকে দেখে কেউ কেউ যেমন চমকে গিয়েছিলেন, আবার কেউ কেউ বলেছিলেন, সিনেমাটি ডোবাবেন আলিয়া! তাদের যুক্তি ছিল, গাঙ্গুবাইয়ের মতো শক্তিশালী চরিত্রে মাধুরী দীক্ষিত কিংবা টাবুর মতো কাউকে মানাত। সিনেমার পটভূমি বলছে, পঞ্চাশ-ষাট দশকের মুম্বাই শহর, যৌনপল্লী কামাথিপুরা। সেখানকার একটি মেয়ে কীভাবে সাধারণ যৌনকর্মী থেকে এলাকার শেষ কথা হয়ে দাঁড়িয়েছিল, কীভাবে পৌঁছেছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দরবারে। এটা তো সে গল্প! ছবিটির পরিচালক বানসালি শুরুতে নায়িকা হিসেবে ভেবেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে। পরে অনেকটা রিস্ক নিয়েই তিনি এগোন আলিয়ার দিকে। যৌনপল্লীর মালকিন হিসেবে যে মেজাজ প্রয়োজন ক্যামেরার সামনে আলিয়া কতটা বাস্তবধর্মী করতে পারবেন সেটা ছিল বড় চ্যালেঞ্জ। বানসালির কাছ থেকে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে তাই সরাসরি উত্তর দিতে পারেননি আলিয়া। সোজা বাড়ি চলে গিয়েছিলেন। বাসায় ফিরে, শান্ত মনে ভেবে, বানসালিকে জানান তিনি এ চরিত্রে কাজ করবেন। ক্যামেরার সামনে পুরো বদলে গেলেন চিরচেনা আলিয়া। বাজিমাত করে দিলেন গাঙ্গুবাই চরিত্রে। যারা বলেছিলেন কামাথিপুরার কুইনের ভূমিকায় আলিয়া ভড়কে যাবেন তারাই এখন মুখ লুকিয়েছেন। আলিয়ার অভিনয় দেখে স্রেফ চমকে গেছেন দর্শকরা। সিনেমাটি বক্স অফিসেও বেশ প্রভাব ফেলে। আলিয়ার দুর্দান্ত অভিনয়ের গুণগান করছে পুরো বলিউড। এ বছর তার হাতেই তুলে দেওয়া হলো সেরা অভিনেত্রীর একের পর এক পুরস্কার। বছরের সব সেরা পুরস্কার দিয়ে ঘর সাজাচ্ছেন তিনি। ২৭ মে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল আইফা অ্যাওয়ার্ডসের ২৩তম আসর। যেখানে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া। আইফার মঞ্চে উপস্থিত থাকতে পারেননি নায়িকা। তার অনুপস্থিতির কারণে ছবির প্রযোজক জয়ন্তিলাল গোডা সেই পুরস্কার নিজের হাতে তুলে নিয়েছেন। এ বছরেরই এপ্রিলে একই সিনেমার জন্য ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন আলিয়া। অভিনয়ে পাকাপোক্ত হওয়ার পর আলিয়ার ছবি মুক্তি পেয়েছে আর তিনি সেরা হননি এমন নজির কম। এ নিয়ে পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেলেন তিনি। আলিয়া ভাটের বয়স এখন ৩০। বাবা মহেশ ভাট। ক্যারিয়ারের প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার। ২০১২ সালে এ সিনেমাটির পরিচালক ছিলেন করণ জোহর। তখনই ‘স্বজনপ্রীতি’ বিতর্ক ঘিরে ধরে আলিয়াকে। বলিউডে বাবার প্রভাব থাকায় করণ জোহরের মতো নামি পরিচালক তাকে ব্রেক দিলেন- এ কথা বিনোদনপাড়ায় রটে যায়। সেসবের জবাব নিজের অভিনয়শৈলীতেই দিচ্ছেন আলিয়া। ক্যারিয়ারের ১০ বছর পেরিয়ে দর্শক মাতিয়েছেন, পেয়েছেন তারকাখ্যাতি। এখন সিনেমাবোদ্ধারাও তার প্রশংসা করছেন। ব্যক্তিগত জীবনে ৩০ বছরেই ৩০০ কোটি টাকার মালিক বনে গেছেন। তার আয়ের বড় অংশ আসে অভিনয়ের পারিশ্রমিক থেকে। প্রথম সিনেমায় পেয়েছিলেন ১৫ লাখ রুপি। এখন ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন আলিয়া। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য পেয়েছেন ২০ কোটি রুপি। একেকটি বিজ্ঞাপনচিত্রের জন্য আড়াই থেকে ৩ কোটি রুপি নেন তিনি। তার আয়ের আরেকটি বড় উৎস সামাজিক মাধ্যম। ২০২২ সালে বলিউডের তারকা নায়ক রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তাদের ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন রাহা। আলিয়াকে আগামীতে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। তার বিপরীতে এই ছবিতে আছেন রণবীর সিং। এ ছাড়া হার্ট অব স্টোন-এর মাধ্যমে ১১ সেপ্টেম্বর হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের। সত্যিই সময়টা দারুণ কাটছে তার।

সর্বশেষ খবর