আমেরিকায় শেখ তানভীর আহমেদের নির্দেশনা ও একক পরিবেশনায় ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্য ব্লাইন্ড পার্সপেক্টিভ’ নামের নকশা মূকাভিনয় মঞ্চস্থ হয়। মঞ্চায়নের পর প্রযোজনাটি ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর বিশ্ব নাট্যাঙ্গনে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলায় জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ প্রোগ্রামের আর্ট অ্যান্ড কালচার বিভাগে সেরা বুদ্ধিদীপ্ত অভিনেতা হিসেবে শেখ তানভীর আহমেদ পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ‘জর্জ কে ক্যাম্পবেল অ্যাওয়ার্ড-২০২৩’। ১৪ অক্টোবর বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত গ্লেন ট্যারেস ক্যাটারার্সের বলরুমে অনুষ্ঠিত হয় ‘অ্যানুয়াল জর্জ কে ক্যাম্পবেল স্কলারশিপ ফ্রেন্ডস ফর লাইফ কমিটি’র আয়োজন ‘গিভ মি এ সেকেন্ড চান্স’র আসর। আর সেখানে আমন্ত্রিত অতিথি, নিউইয়র্ক লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে শেখ তানভীর আহমেদের হাতে সম্মানজনক পুরস্কারসহ রাষ্ট্রীয় সম্মান সনদ তুলে দেওয়া হয়।