সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট দুই দশকে পদার্পণ উপলক্ষে বর্ষাকে উদযাপন করতে আয়োজন করছে ‘বর্ষা বন্দনা’র। আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে শুরু হবে এ উৎসব। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ও রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় বলেন, ‘বর্ষার গান, কবিতা ও নৃত্যের ঝংকারের সঙ্গে থাকবে বাদ্যযন্ত্র পরিবেশনা ও চিত্র প্রদর্শনী। থাকবে গুণী শিল্পীদের পরিবেশনা।’ জানা যায়, এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, নাট্যজন মামুনুর রশীদ, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন। পরিবেশনায় থাকবে কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, ফাহিম হোসেন চৌধুরী ও আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ।