ইমরান মাহমুদুল। প্লে-ব্যাক, নাটকের গান থেকে মিউজিক ভিডিও, অনেক বছর ধরেই তার রাজত্ব। এর পাশাপাশি ভাষার গন্ডি পেরিয়ে হিন্দি গানও উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে ‘তেরে লিয়ে’ ও ২০২২ সালে ‘ম্যায়নু দস্তু’ শিরোনামের গান প্রকাশ করেছেন। এবার তিনি আসছেন ‘টুটি মোহাব্বত’ নিয়ে। ডি আর জে রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে। ইমরান বলেন, ‘গানটির কথা ও সুর শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রত্যেক সংগীতপ্রিয় মানুষকে আবেগ, ভালোবাসা ও প্রতারণার জার্নিতে নিয়ে যাবে।’ গানের ভিডিওতে অভিনয় করেছেন সচীন শর্মা ও কৃতিকা সিং, ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র সিং।