বিগত কয়েক বছরে দর্শকমহলে ভিন্নরকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি। ২০১৭ সালে শুরু হওয়া এ ধারাবাহিক একে একে চারটি সিজন নিয়ে আসে। প্রতি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এ ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।