ছবির অভাবে ফের সিনেমা হল বন্ধের পথে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা হল মালিক সমিতির সংগঠন বাংলদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির কর্তাব্যক্তিরা। তারা বলেন, মাঝেমধ্যে ঈদে দু-একটি দর্শক গ্রহণযোগ্য ছবি পাওয়া যায়। যা দিয়ে সিনেমা হল মালিকরা ব্যবসায়িক লাভের মুখ দেখে। কিন্তু সাধারণ সময়ে মানসম্মত ছবিও পাওয়া যায় না, সিনেমা হলে দর্শকও আসে না, তাই শুধু ঈদ মৌসুমে দু-একটি ছবির ব্যবসা দিয়ে সারা বছর সিনেমা হল টিকিয়ে রাখা অসম্ভব। ফলে লোকসান গুনে হতাশ সিনেমা হল সংশ্লিষ্টরা সিনেমা হলের ব্যবসা আর টিকিয়ে রাখতে চাইছেন না। সর্বশেষ গত ঈদে রায়হান রাফির ‘তুফান’ ছবিটি মুক্তি পেয়ে ভালো ব্যবসা করায় কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন প্রদর্শকরা। তারা ভেবেছিলেন এবার বুঝি ভালো ছবি মুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু গত মাসে মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ ছবিটি সিনেমা হলে দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হলে আবার কপালে হাত পড়ে হল মালিকদের। একই সঙ্গে আমদানি করা হলিউডের ইংরেজি ছবিও এখন আর আগের মতো দর্শকমন জয় করতে পারছে না। ভারতীয় ছবি আমদানিও বন্ধ রয়েছে। আগে ভারতীয় ছবি আমদানি করলে কয়েকটি হিন্দি ছবি ভালো ব্যবসা করায় প্রদর্শকরা ভারতীয় ছবি দিয়ে কিছুটা হলেও দেশীয় ছবির অভাব পূরণের চেষ্টা করেছিলেন। তাই নতুন করে ভারতীয় ছবি আমদানির জন্য গত মাসে তথ্য উপদেষ্টা নাহিদের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শকরা বৈঠকে বসেন। এতে তথ্য উপদেষ্টা ভারতীয় ছবি আমদানির ক্ষেত্রে সদিচ্ছা দেখালেও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ আমদানিকে দেশে ভারতীয় আগ্রাসন দাবি করে এর বিরোধিতা করেন। তাঁর এ বিরোধিতার কারণে ফের ছবি আমদানি বন্ধ হয়ে গেল। প্রদর্শকরা চরম ক্ষোভ জানিয়ে বলেন, এই মোস্তফা সরয়ার ফারুকীই একসময় তাঁর নির্মিত ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করেন এবং ভারতীয় ছবি আমদানির পক্ষে কথা বলেছিলেন। আজ কেন তাঁর মুখে উল্টো সুর। তিনি কি পারবেন দেশীয় ছবির অভাব পূরণ করতে ও ছবির অভাবে সিনেমা হল বন্ধ রোধ করতে। প্রদর্শকরা বলেন, আশির দশকে এ দেশে ভিসিআরে ছবি প্রদর্শন ও নব্বই দশকে বিদেশি টিভি চ্যানেল প্রচারে সরকার অনুমতি দিলে চলচ্চিত্রের মানুষ তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এটি দেশীয় চলচ্চিত্রের জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ ঘরে বসে সারা বিশ্বের ছবি দেখার সুযোগ পাওয়ায় দর্শক প্রায় সিনেমা হলবিমুখ হয়ে পড়ে। এ অচলাবস্থার জের টানতে গিয়ে দর্শকের অভাবে নব্বই দশকের শেষ ভাগে দেশে থাকা প্রায় ১ হাজার ২৩৫টি সিনেমা হল বন্ধ হতে হতে এখন অর্ধশতের ঘরে এসে ঠেকেছে। সম্প্রতি দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সের মালিকরা এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, নিয়মিতভাবে মানসম্মত ও পর্যাপ্ত পরিমাণে দেশীয় ছবি না পেলে এবং সরকার বছরে সীমিত আকারে উপমহাদেশীয় ছবি আমদানির ফের অনুমতি না দিলে তারা দেশের সব সিনেমা হল ও সিনেপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হবেন। কারণ বছরের পর বছর ছবি ও দর্শকের অভাবে লোকসান গুনতে গুনতে হল মালিকদের পিঠ অনেক আগেই দেয়ালে ঠেকে গেছে। চলচ্চিত্র প্রদর্শকরা বলেন, সবারই বোঝা উচিত, সিনেমা হল বন্ধ হয়ে গেলে সমাজে কমপক্ষে দুটি ক্ষতি হবে। যা ইতোমধ্যে হওয়া শুরুও করেছে। এখন এ ক্ষতি হবে আরও দীর্ঘমেয়াদি। সিনেমা হলের অভাবে সস্তায় বিনোদনের উপকরণের সুযোগ না থাকায় যুব সমাজের একাংশ মাদক সংস্কৃতিতে জড়িয়ে পড়েছে। যার ক্ষতিকর প্রভাব রাষ্ট্র এবং সমাজ ভালোভাবেই উপলব্ধি করছে। পাশাপাশি আরেকটি শ্রেণি ধর্মীয় মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে। বর্তমান সামাজিক অবস্থায় সিনেমা হল বন্ধ হলে আরও ভয়াবহ সামাজিক অবক্ষয় সৃষ্টি হতে পারে। বর্তমান প্রযুক্তির উৎকর্ষতার এ সময়ে আমরা যেখানে গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি, প্রতিনিয়ত সমাজের সম্পন্ন মানুষেরা দেশ- বিদেশের ছবি দেখার সুযোগ পাচ্ছে, শহরের অভিজাত ক্লাবগুলোতে রীতিমতো বড় পর্দা টানিয়ে সদস্যদের আনসেন্সর্ড ছবি দেখানো হচ্ছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমের নামে টিভি ও স্মার্টফোনে যে কোনো ছবি দেখার সুযোগ পাচ্ছে তখন শুধু ভারতীয় ছবি আমদানির ক্ষেত্রে কোনো প্রকার নেতিবাচক সিদ্ধান্ত রাষ্ট্র ও সমাজের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে বলেই আশঙ্কা প্রকাশ করছে সবাই। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে সবার প্রশ্ন- দেশের সিনেমা হল/সিনেপ্লেক্স বন্ধ হয়ে গেলে ওনাদের ছবিগুলো চালাবেন কোথায়? বলছেন চলচ্চিত্র প্রদর্শকরা।
শিরোনাম
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফের বন্ধের পথে সিনেমা হল...
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সের মালিকরা এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, নিয়মিতভাবে মানসম্মত ও পর্যাপ্ত পরিমাণে দেশীয় ছবি না পেলে এবং সরকার বছরে সীমিত আকারে উপমহাদেশীয় ছবি আমদানির ফের অনুমতি না দিলে তারা দেশের সব সিনেমা হল ও সিনেপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হবেন...
টপিক
এই বিভাগের আরও খবর