নাচ, গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে শিল্পকলা একাডেমিতে চলে বিজয় উৎসব; আছে পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র ও কার্টুন প্রদর্শনীর আয়োজনও। সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় বিজয় উৎসবের অনুষ্ঠান, এদিন যন্ত্রশিল্পীদের সমবেত দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সমবেত সংগীত ‘আলোর পথযাত্রী’সহ দেশের গান পরিবেশন করেন শিল্পীরা। আবু হেনা মোস্তফা কামালের লেখা ‘ছবি’ কবিতাটি আবৃত্তি করেন মাহিদুল ইসলাম মাহি। ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। একক সংগীত ‘যে মাটির বুকে’ ও ‘মাগো ভাবনা কেন’ পরিবেশন করেন পিয়াল হাসান। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী সংস্থা। একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা।