এবার মালয়েশিয়ায় শুটিং হচ্ছে ১০টি নাটকের। এগুলো পরিচালনা করছেন হাসিব হোসেন রাখি, সহীদ উন নবী ও মহিম খান। নিলয়ের সঙ্গে যেসব নাটকে অভিনয় করছেন সামিরা খান মাহি। জানা যায়, তানিয়া বৃষ্টিও রয়েছেন। এক লটেই ১০টি নাটক শেষ করবেন তারা। সামিরা খান মাহি বলেন, ‘দেশের বাইরে শুটিং করতে বেশ মজা লাগে। মনে হয় পিকনিক করছি। তবে কষ্টও আছে।’