বর্তমান সময়ে টিভি নাটক নির্মাণে প্রথম সারির নির্মাতাদের মধ্যে দর্শকপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে রয়েছেন জাকারিয়া সৌখিন। ঈদ হোক বা স্বাভাবিক যে কোনো সময় হোক, দর্শক মুখিয়ে থাকেন সৌখিনের অনবদ্য সৃষ্টির জন্য। তার নির্মাণে গল্প, গান, শিল্পী নির্বাচন আর মনকাড়া লোকেশন দর্শকদের বিমোহিত করে রাখে। যেমন গত ঈদে দর্শকমন কেড়েছে তার ‘মেঘবালিকা’, এর অল্প কিছুদিন আগেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকটি। এ ছাড়া কমপক্ষে গত দেড় দশক ধরে ছোটপর্দার দর্শকপ্রিয় নাটক মানেই হয়ে দাঁড়িয়েছে জাকারিয়া সৌখিনের ব্যতিক্রমী হৃদয়ছোঁয়া যত সৃষ্টি। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদে আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক- ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন সৌখিন। জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, ‘সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার বিলবোর্ড গল্পটি পড়ে এ গল্পটি মাথায় আসে আমার। তাই বলা যায় বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প প্রিয় প্রজাপতি। বেশ আধুনিক ঢঙে এটি নির্মাণ করা হয়েছে। অপূর্ব এবং ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে প্রিয় প্রজাপতি।’ আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রজাপতি’। গল্পে দেখা যাবে- মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সব সময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ। নাটকে গান লিখেছেন সোমেশ্বর অলি। ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পরবে খোঁপায়’- এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। আর গেয়েছেন জাহিদ নীরব নিজে, সঙ্গে আতিয়া আনিসা। ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই ঈদে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।
শিরোনাম
- বর্ষার দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে চতুর্থ
- শাহ আমানতে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ
- সন্ধ্যার আগেই ঝড়ের শঙ্কা সাত জেলায়, সতর্ক সংকেত নদীবন্দরে
- ঠোঁট ফুলে বেহাল উরফি, ইনস্টায় শেয়ার করলেন কষ্টের ভিডিও
- সূচক বেড়ে লেনদেন চলছে পুঁজিবাজারে
- রাজধানীতে আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
- বরগুনার বুড়ীরচরে ডাকাতি, কৃষককে কুপিয়ে জখম
- কক্সবাজার রেলস্টেশনে মাদক রোধে র্যাবের অভিযান, সহায়তায় ডগ স্কোয়াড
- শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে যেসব সবজি
- প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায়
- টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের
- ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ
- রাজধানীর পল্টনে দুইবার ককটেল বিস্ফোরণ
- ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের ‘মাস্তুল’
- নারী ফুটবলে ইতিহাস গড়লেন অলিভিয়া স্মিথ
- জয়ের কথা-সুরে এলিটার ‘বারান্দাতে বিকেল বেলা’
- হারের পর মিরপুরের উইকেটকে ধুয়ে দিলেন পাকিস্তানের কোচ
- ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের
- এসি মিলানের হয়ে দুর্দান্ত কিছু অর্জনের প্রত্যাশা মদ্রিচের
আসছে জাকারিয়া সৌখিনের নতুন চমক - প্রিয় প্রজাপতি
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর