নতুন রূপে ফিরছে কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’। উপন্যাসটি অবলম্বন করে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। পরিচালনা করছেন আকা রেজা গালিব।
ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ। তাঁকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যার জীবন এক রাতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি।
এরপর শুরু হয় সত্য গোপন রাখার লড়াই। মৃতদেহ লুকিয়ে ফেলেন, কিন্তু পুলিশের অনুসন্ধানে জড়িয়ে পড়েন নতুন এক সংকটে। এর আগে মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ নিয়ে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল প্রথম ‘মাসুদ রানা’ সিনেমা। ২০২৩ সালে মুক্তি পায় আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’।