আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা ফের ফেইক ফেসবুক আইডি নিয়ে চরম বিপাকে পড়েছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। শুক্রবার রাতে সেখান থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেখুন আমি কখনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি, তাই আমার কোনো ফেসবুক আইডি থাকার প্রশ্নই ওঠে না। অথচ কারা যেন দীর্ঘদিন ধরে আমার নাম দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে নানা আপত্তিকর পোস্ট দিয়ে আমাকে বিপাকে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষ তো জানে না এগুলো ফেইক আইডি। তাই এসব আইডিতে ট্যাগ করা পোস্টগুলোকে আমার ভাবছে। যে কারণে আমার মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এতে আমার আশঙ্কা, যে কোনো সময় তারা আমাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে।
তিনি বলেন, এসব ফেইক ফেসবুক আইডিতে সম্প্রতি আবারও কিছু স্ট্যাটাস আমার নাম দিয়ে ট্যাগ করা হয়েছে। এর একটিতে বলা হয়েছে, আমি নাকি দুস্থ মানুষের সহায়তার জন্য সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছি। এ নিয়ে বেশ কিছু ফোনকলও আসে আমার কাছে। আরেকটি পোস্টে দেশের একটি স্বনামধন্য বড় ব্যবসায় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে আমি নাকি স্ট্যাটাস দিয়েছি। ববিতা আক্ষেপ করে বলেন, এর আগেও যখন একই অবস্থা দেখেছিলাম তখন থানায় লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু থানা থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আবারও উঠেপড়ে লেগেছে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, দেশে ফিরে শিগগিরই সাইবার ক্রাইম অ্যাক্টে এসব দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।