চ্যানেল আইতে আসছে নতুন অনুষ্ঠান ছাদের কৃষি। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ডাকে নতুন সংযোজন হতে যাচ্ছে এ অনুষ্ঠানটি। কৃষিনির্ভর বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরে, নগরে অট্টালিকার ছাদে চলে এসেছে। এ নতুন অনুষ্ঠান সম্পর্কে শাইখ সিরাজ বলেন, শহর-গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলদ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ছোটদের কৃষি’ প্রচার হবে ৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে ছাদকৃষির পর।