চলতি বছরেই মুক্তি পাবে শবনম বুবলী অভিনীত একাধিক ছবি। এক মাসেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন তিনি। তাই নতুন কোনো সিনেমার কাজে তাঁকে দেখা যাচ্ছে না। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও বুবলীর বেশ কিছু ছবি মুক্তির তালিকায় রয়েছে। বুবলী এখন তাঁর সেসব ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করেন তিনি। এতে তাঁর বিপরীতে সজল নূরকে দেখা যাবে। এ ছাড়া বুবলী অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ এই দুটি সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত আছে। ‘শাপলা শালুক’ সিনেমাটির শুটিং হয়েছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। তবে এখন পর্যন্ত ছবিটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। অন্যদিকে বুবলী অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা দুটি এর আগে বিভিন্ন সময়ে মুক্তির কথা থাকলেও পরে আর সেটি আলোর মুখ দেখেনি। যদিও গেল কোরবানির ঈদে বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ ছবিটি মুক্তির কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেটাও পিছিয়ে যায়। এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক রোশান। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’র পরিচালক রাখাল সবুজ। এ নায়িকার মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি থ্রিলার ঘরানার চলচ্চিত্র হলো ‘পিনিক’। এটিও মুক্তির জন্য প্রস্তুত।
জাহিদ জুয়েলের পরিচালনায় এতে নায়ক আদর আজাদ। প্রযোজনা সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, সিনেমাগুলো চলতি বছরে মুক্তি দেওয়া হবে। বুবলীর সর্বশেষ প্রকাশিত কাজ হলো আইটেম গান ‘ময়না’।