তারকা কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান খান। সব মাধ্যমেই যাঁর পরিপক্বতা, ব্যক্তিত্ব ও আন্তরিকতা স্পষ্ট। যাঁর কণ্ঠে কখনো নরম বিকালের বাতাস বাজে, আবার কখনো বৃষ্টিভেজা বিষণ্নতা। তিনি যেন এক নীরব বীর, যাঁর অস্ত্র ছিল গান, যার হাতিয়ার ছিল সংলাপ, আর যাঁর জয় ছিল মানুষের হৃদয়ে। দীর্ঘ ক্যারিয়ারের বিদায়ের ঘোষণায় তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন-পান্থ আফজাল
অবসরের এমন ঘোষণা কি সত্যি? বিষয়টি নিয়ে একটু বলবেন কী?
হ্যাঁ ভাই। রিটায়ার্ড মানুষের কোনো বক্তব্য নাই। নীরবে প্রস্থান। একটা সাধারণ জীবনের আশায়। এতটুকুই।
সংগীত জীবনের ইতি টানার সিদ্ধান্ত কেন?
অনেক দিন ধরে মনে হচ্ছিল, থেমে যাওয়ার সময় এসেছে। এবার মনে হলো, সময়টা ঠিক। কিছু শেষ কমিটমেন্ট আছে, সেগুলো করেই বিদায়।
বিদায় নেওয়াটা কি খুবই জরুরি ছিল? আপনার এত ভক্ত-অনুরাগী-
২৫ বছর তো হলো; এবার বিদায়ের পালা। যা দেবার ছিল দেওয়া শেষ। পেয়েছিও যোগ্যতার চেয়ে বেশি। আর কিছু পাওয়ার নেই। শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।
অভিনয় বা উপস্থাপনাতেও কি আর দেখা যাবে না?
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আরও আগেই। এবার গানকেও বিদায় দিলাম। আসলে এই জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত আমার চূড়ান্ত। কিছু নতুন পরিকল্পনা আছে, যেগুলো সবার আড়ালে থেকে নিজের মতো করে করতে চাই। দেখা যাক।
এত জনপ্রিয়তার মধ্যেই এমন সিদ্ধান্ত কেন?
আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসার চরমে থাকতে থাকতেই সরে যাওয়াই শ্রেয়। সবই তো পেয়েছি। তাই আর কিছু না পাওয়ার আফসোস নেই।
বিদায়ের পেছনে কারণ কী? সময়, দর্শন, নাকি কিছু অভিজ্ঞতা?
জীবনদর্শন বদলেছে। তবে এসব নিয়ে ঘটা করে কিছু বলতে চাই না।
মেয়ের কথা বলেছিলেন...
ওর বড় হয়ে ওঠা আমাকে ভাবায়। সব মিলিয়ে বাকি সময়টা একান্তেই কাটাতে চাই, নিজের মতো করে।
নতুন গান তো তৈরি করেছেন, সেগুলো কি আসবে?
তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। শুধু ‘পোরসেলিনা তাহসান’স প্লেলিস্ট’-এর শেষ গানটা হয়তো আসবে।
শেষ কনসার্ট করার সিদ্ধান্ত কবে?
অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে সিদ্ধান্ত। ঢাকায় কিছু কমিটমেন্ট আছে। সেটায় অংশ নিয়ে সবকিছুর ইতি টানতে চাই।
সোশ্যাল মিডিয়ায়ও অনুপস্থিত...
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একেবারে নিজেকে সরিয়ে নিয়েছি। মানুষ যেন ধীরে ধীরে আমাকে ভুলে যেতে পারে। ডি-অ্যাক্টিভেট করে রেখেছি।
ভবিষ্যতে কখনো মঞ্চে ফিরবেন?
না, সেটা সম্ভব নয়। আমার এই সিদ্ধান্ত চূড়ান্ত। তবে হ্যাঁ, মঞ্চ অনেক মিস করব। আসলে গান ছেড়ে দেওয়া খুব সহজ নয়। তবুও মনে হয়, এটাই সঠিক পথ। শুধু সাধারণ একজন মানুষ হয়ে বাঁচতে চাই।