মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজাউল ফরাজী কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজির ছেলে।
কালকিনা থানার ওসি কে এম সোহেল রানা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রেজাউল ফরাজী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল