শফিকুল ইসলাম খান পরিচালিত লাভ-অ্যাকশনধর্মী গল্পের 'অচেনা হৃদয়' চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন। বাংলা নববর্ষে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। ইতোমধ্যে এ ছবির প্রোমোতে দেখা গেছে, এতে দুর্দান্ত অভিনয় করেছেন ইমন। তার বিপরীতে রয়েছে লাঙ্ তারকা প্রসূন আজাদ। ইমন বলেন, দুঃসাহসিক স্ট্যান্টনির্ভর এ চলচ্চিত্রে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। অসাধারণ গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আমার ধারণা দর্শক খুব এনজয় করবে।