'স্টারডাস্ট' ম্যাগাজিনের জন্য গত বছর একটি হট ফটোসেশনে অংশ নিয়েছিলেন সোনাক্ষি সিনহা। সঙ্গে ছিলেন মডেল বরুণ ধাওয়ান। এই মডেলের সঙ্গে অভিনয়ের ইচ্ছাও ছিল সোনাক্ষির। এবার তার সেই ইচ্ছা সত্যি হতে যাচ্ছে। নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে আসছেন তারা। ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করবেন সোনাক্ষি। আগের ছবিগুলোর চেয়ে অনেক বেশি আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হবে তাকে। বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করবেন সোনাক্ষি-বরুণ। কমেডির বাইরেও তাদের প্রেম রসায়ন অন্য রকমভাবে উপস্থাপনের সব ধরনের পরিকল্পনাই নিয়েছেন পরিচালক। ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুটিং শুরু হবে। সোনাক্ষি বলেন, বরুণ ধাওয়ান অনেক সম্ভাবনায়ময় একজন অভিনেতা। আমাদের কেমিস্ট্রি জমপেশ হবে।'