অভিনয় জগতের খুব পরিচিত দুটি নাম আবুল হায়াত ও বিপাশা হায়াত। অভিনয়ের পাশাপাশি তাদের দুজনেরই দুটি আলাদা গুণ আছে। অভিনেতা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি খুব ভালো লেখক। আর অভিনেত্রী বিপাশা হায়াত তার অভিনয়ের পাশাপাশি ভালো একজন চিত্রশিল্পী। গত বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিল আবুল হায়াতের তিনটি বই। তার ধারাবাহিকতায় এবারের বইমেলায়ও প্রকাশ হচ্ছে তার নতুন একটি বই। কিন্তু নতুন খবর হচ্ছে, এবারের বইমেলায় আবুল হায়াতের লেখা গল্পের বইটির প্রচ্ছদ করেছেন বিপাশা। আবুল হায়াত বলেন, 'এবার পাঁচটি গল্প নিয়ে একটি বইটি লিখেছি। বিপাশা সুন্দর প্রচ্ছদ করেছে। আশা করছি পাঠকের পছন্দ হবে।'