বর্তমানে গানের জগতের এক নতুন নাম লেমিস। 'আমি অগ্নি' গানটির মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় চলে এসেছেন এ শিল্পী। গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুর করেছেন শফিক তুহিন। গানটির সংগীতায়োজন করেছেন রাফি। এরই মধ্যে লেমিস শুরু করেছেন তার দ্বিতীয় একক অ্যালবামের কাজ। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে থাকছে আট থেকে ১০টি গান। আসছে পহেলা বৈশাখে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন লেমিস। অ্যালবামের পাশাপাশি নিয়মিত স্টেজ শোতে শ্রোতা মাতিয়ে চলেছেন এই গায়িকা। শফিক তুহিনের হাত ধরেই চলচ্চিত্রের গানে যাত্রা শুরু হয় তার। 'অগ্নি' ছবির পর সম্প্রতি তিনি 'আই ডোন্ট কেয়ার', অন্তরঙ্গ, আজব প্রেম ইত্যাদি আরও বেশকিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। লেমিস বলেন, আমি ছোটবেলা থেকেই গান করি। অনেক স্ট্রাগল করেছি। শেষ পর্যন্ত এখন প্লেব্যাকে নিয়মিত হতে পেরেছি। ১০টি প্লেব্যাক করেছি এরই মধ্যে। আরও বেশকিছু ছবিতে গান গাওয়ার কথা চলছে। এর সবকিছুর মূলেই বলব 'অগ্নি'র একটি অবদান রয়েছে। ছবি মুক্তির আগেই গানটির এতটা রেসপন্স পাব ভাবিনি। আমি এর জন্য কৃতজ্ঞ শফিক তুহিন ভাইয়ের প্রতি। অগ্নির পর আমি 'দবির সাহেবের সংসার'র গানগুলো নিয়েও অনেক আশাবাদী।