কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের নাটক 'রাজা হিমাদ্রি'। গ্রিক ট্র্যাজিক নাট্যকার সফোক্লিসের অসামান্য নাট্যকর্ম 'ইডিপাস' অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন ড. খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন তাজমি নূর, মারজানা বর্ষা, আবদুল হালিম আজিজ, জাহাঙ্গীর বকুল, জহির বিশ্বাস, শ্রেয়া খন্দকার, রবিউল মাহমুদ, বৈদ্যনাথ অধিকারী, রফিক, সুপ্তি, মাহবুব, সাধন, মনোজ, চন্দ্র, মাসুদ রানা তানজিম প্রমুখ।