সেরা পিঠা শিল্পীদের পুরস্কার ও সনদ প্রদান এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আজ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হচ্ছে আট দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব-২০১৪।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে গত ২৪ জানুয়ারি বিকালে একাডেমি প্রাঙ্গণে রংবেরংয়ের বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।