গান ও কথামালায় ২৭ জানুয়ারি সন্ধ্যায় ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হককে স্মরণ করেছে ছায়ানট।
ছায়ানট ভবনে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতেই ওয়াহিদুল হক স্মরণে স্বাগত বক্তৃতা প্রদান করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এরপর স্মারক বক্তৃতা প্রদান করেন আলী যাকের। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 'আনন্দে আকুল যাবে' গানটির মধ্য দিয়েই শুরু হয় আয়োজনের সাংস্কৃতিক কার্যক্রম। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়াও অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, বলেন্দ্রনাথ ঠাকুর, হেমলতা দেবী, দ্বিনেন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান। বিভিন্ন সংগীত দলের গানের পাশাপাশি এই আয়োজনে একক সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা, মাহমুদুল হাসান, তানিয়া মান্নান, সুকান্ত চক্রবর্তী, পার্থ সারথী সিকদার, তৃপ্তি খান, মো. সিফায়েতউল্লাহ মুকুল, লাইসা আহমদ লিসা, নীলোৎপল সাধ্য, ইফফাত আরা দেওয়ান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই ওয়াহিদুল হক স্মরণের এই আয়োজনের সমাপ্তি ঘটে।