পিপলস ইউনিভার্সিটির আয়োজনে ২৭ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নিথর মাহবুবের 'জাগরণের মূকাভিনয়' শীর্ষক একক মাইম-শো। নিজের অনন্য শৈল্পিকতা ও শারীরিক কসরত দিয়ে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন শিল্পী নিথর মাহবুব। এ সময় মুহুর্মহু করতালিতে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস।