অভিনেত্রী নাজনীন হাসান চুমকীর রচনা ও পরিচালনায় পারভীন সুলতানা দিতি অভিনয় করলেন। নাটকের নাম 'পারিজাত'। এর আগে চুমকীর পরিচালনায় দিতি 'হৃদস্পন্দন' নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন।
এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। দিতি বলেন, 'এখন কাজ কম করছি। গল্প এবং চরিত্রে ভিন্নতা না থাকলে, ভালো না লাগলে কাজই করি না। চুমকীর নাটকের গল্প ভালো। তার মাঝে ভালো কাজ করার চেষ্টা আছে।'
চুমকী বলেন, 'পারিজাত' নাটকটির গল্প এবং নির্মাণশৈলী দর্শকের ভালো লাগবে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।
চুমকী পরিচালিত প্রথম নাটক ছিল 'যে জীবন দোয়েলের শালিকের'।