নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে কিছু বলুন।
অনেক দিন ধরেই ভাবছিলাম দুটি মিউজিক ভিডিওর কাজ করব। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলে কাজ করা হয়ে উঠছিল না। ইচ্ছা আছে আমার নতুন দুটি গান নিয়ে মিউজিক ভিডিও করব। এরই মধ্যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। ব্যাটে-বলে হলে কাজ শুরু করে দেব।
নতুন কোনো অ্যালবাম করার কথা ভাবছেন?
অ্যালবাম করে আর কী হবে। আমার কয়েকটি অ্যালবাম মাঝপথে আটকে আছে। কারণ অ্যালবাম করে কী লাভ, কষ্ট করে অ্যালবাম প্রকাশ করব আর সেটি পাইরেসি হয়ে যাবে। তা তো হতে দেওয়া যায় না। দরকার হলে গান ছেড়ে দেব। যদিও সংগীত আমার রক্তে মিশে আছে। আর বর্তমানে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।
এর থেকে পরিত্রাণের উপায় কি?
আমি এ বিষয়গুলো নিয়ে বলতে বলতে ক্লান্ত। আমি বিশ্বাস করি, যথাযথ উদ্যোগ নিলে এটি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। তবে সে আশা করে আর লাভ নেই। অনেক সময় আশা করেই পার হয়ে গেছে। এখন আমার মনে হয়, বিকল্প উপায় নিয়েই ভাবা উচিত। অনেকেই সেটা করছে। এ সময়ের বেশ ক'জন শিল্পীকে দেখলাম ওয়েবসাইট ও মোবাইল কোম্পানি থেকে অ্যালবাম প্রকাশ করছে। আমার কাছে মনে হয়, এটি একটি ভালো উদ্যোগ। বিকল্প পথেই যদি এখন কিছু হয় আর কি।
এ ক্ষেত্রে অডিও প্রতিষ্ঠানগুলোর কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন?
যেসব অডিও প্রতিষ্ঠান আজ আমাদের দিকে ফিরেও তাকায় না, এক সময় কিন্তু তারা আমাদের বাড়িতে টাকা নিয়ে বসে থাকত। প্রতিষ্ঠানের নাম বলব না। আমার অ্যালবাম যখন প্রকাশ হয়েছিল তারা ইচ্ছা করে আমার অ্যালবামটির প্রচারণা করেনি। আসলে আমরা একটা অসাধু চক্রে আটকে যাচ্ছি।
এ ব্যবস্থা কি আমাদের নতুন শিল্পীদের ওপর প্রভাব ফেলবে?
অডিও প্রতিষ্ঠানগুলোর এ দুচোখা নীতির প্রভাব আমাদের সব শিল্পীর ওপরই পড়বে। আর বর্তমানে নতুন শিল্পীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের অ্যালবাম প্রকাশের যে প্রবণতা চালু হয়েছে, তাতে একশ্রেণীর নামধারী শিল্পীর অ্যালবাম বাজারে আসবে আর হারিয়ে যাবেন আসল শিল্পীরা।
লাইভ টিভি শোগুলোতে আপনাকে এখন কম দেখছি কেন?
এর পেছনেও অনেক কারণ আছে। একজন শিল্পীর নতুন সব কাজের সঙ্গে শ্রোতা-দর্শকদের নিয়মিত যোগাযোগের জন্য লাইভ শোগুলো অপরিহার্য। এখনো লাইভ অনুষ্ঠানগুলোতে গেলে আমার আগের সেই পুরনো দিনের গানই শুনতে চায় দর্শকরা। এখানেও আমার একটু আপত্তি আছে। আমি যদি সব লাইভ শোতে আমার পুরনো গানই গাই, তাহলে আমার নতুন গানগুলো কাদের শোনাব।
আরবি গানের কোনো অ্যালবাম করবেন?
এ ধরনের অ্যালবাম কে শুনবে। আসলে এ ধরনের গান আমি আমার নিজের জন্য করি। এ ধরনের গান করি স্টেজে। দর্শক এনজয় করে।
* আলী আফতাব