'বলিউডে আমার খুব বেশি বন্ধু নেই। পেশাগত কাজ নিয়ে আমাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। এ জন্য সামাজিকতা রক্ষা করার ফুরসত আমি পাই না বললেই চলে।' সম্প্রতি এমন স্বীকারোক্তিই দিয়েছেন 'জ্যাকপট' তারকা সানি লিওন। ২০১১ সালে 'বিগ বস ৫' রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় বিনোদন মাধ্যমে যাত্রা শুরু করেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় মডেল ও সাবেক পর্নো তারকা সানি লিওন। ২০১২ সালে মহেশ ভাটের চিত্রনাট্য ও পূজা ভাটের পরিচালনায় 'জিসম ২' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। দুই বছর ধরে বলিউডে নিয়মিত কাজ করার পরও সানির খুব বেশি বন্ধু না থাকার বিষয়টি বিস্ময়করই বটে। অবশ্য বলিউডে খুব বেশি বন্ধু না থাকার দায় নিজের কাঁধেই চাপিয়েছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।