মহাকাল নাট্য সমপ্রদায় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' আশ্রয়ে 'নিশিমন-বিসর্জন'-এর ৫০তম মঞ্চায়ন আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে। নাটকটির নব নাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। 'নিশিমন-বিসর্জন' মহাকাল নাট্য সম্প্রদায়ের ২৭তম প্রযোজনা। রবীন্দ্রসার্ধশত জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি নির্মিত হয় এবং এর উদ্বোধনী মঞ্চায়ন হয় ৬ জুন ২০১১ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ১৪টি রবীন্দ্র নাটকের মধ্যে এটিরই প্রথম দ্রুততম সময়ে দুই বছর আট মাসের মাথায় ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। নাটকটির ইতোমধ্যে ভারতের ৩টি রাজ্য বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ১০টি প্রদর্শনী হয়েছে।