আন্তর্জাতিকমানের সুন্দরী প্রতিযোগিতা 'কেয়াশেঠ মিস অদ্বিতীয়া বাংলাদেশ-২০১২' এ চ্যাম্পিয়ন জাকিয়া মুন বর্তমানে ব্যস্ত তার নতুন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে। রাঙামাটির বিভিন্ন লোকেশনে প্রাণের বিজ্ঞাপনের শুটিং হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে 'জুই'-এর একটি বিজ্ঞাপন। এছাড়া এ বছরই একটি নতুন চলচ্চিত্রে কাজ করার কথা আছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'চলচ্চিত্রে অভিনয় করব বলে আমি বর্তমানে কোনো নাটকে অভিনয় করছি না। মাঝে মধ্যে ভালো কিছু বিজ্ঞাপনে কাজ করছি শুধু। আশা করছি এ বছর থেকে একটি চলচ্চিত্রে কাজ শুরু করব।